সাতে পাঁচে কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়

বিবেক
স্বপ্নরা ঊর্ণনাভ,
জীবনের ভাঙাচোরা দেওয়ালে লটকে থাকে।
লজ্জাবতী লতার মতো
অন্যায়ের ছোঁয়ায় কুঁকড়ে থাকা বিবেক
আজকাল কিছু নিয়েই মাথা ঘামায়না।
তবুও যাত্রার দৃশ্যপট ওঠে নামে।
একপাশে বাদ্যকারের দল,
ঘন্টা পড়ে ঢং ঢং ঢং।
সামাজিক বা রাজকীয় যাত্রার কুশীলবরা যে যার কথা বলে চলে যায়
রঙ্গমঞ্চ থেকে —
তবু বিবেকের দেখা পাওয়া যায়না।
সবাই চলে যায়,
হয়তো বা বিবেকও।
চলে যায় কি সব কিছু ঠিকঠাক? জানা নেই!
শুধু ঠিকঠাক চলে যায় অনন্ত সময়।