কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

ভালো পণ

কি পণ নেবেন ——-!

ছেলের আমার ভারী বেতন,
পেয়েছে ফ্লেট আর গাড়ী।
বিয়ের পরে দূর দেশেতে-
বৌ নিয়ে দেবে সে পাড়ি।

কি আর দেব গরীব আমি,
ঐ কিছু গয়না গাটি,
নগদ কিছু টাকা আর –
বরের জন্য বরণ আঙটি।

লিষ্টটা বলুন মেনু কার্ডের,
সম্মান আমার জড়িয়ে।
খাবার যদি না পায় ভালো-
আমার সম্মান যাবে হারিয়ে।

ভাত দেব,ডাল দেব
সাথে শাক,লেবু, লবন ও ঘি।
মাছ ও মিষ্টি মুখ করাব সবার,
শেষ পাতে দেব দই,ব্যাস আরকি!

এ সব তো ব্যাকডেটেড খাবার,
নতুন কিছু চাই?
ছেলে আমার বিলেত ফেরত
এ খারারে কী মানায়।

ছেলে জানি পড়াশুনা জানে,
দেশের বড় ভক্ত।
খাবার দাবার বিদেশি হলে-
যদি হয় বলুন বিরক্ত।

না না ছেলে আমার আধুনিক,
ফরেন খাবার রুচি।
আয়েস করে চাইনিজ খায়-
নিত্য নতুন তার সূচি।

বুঝলাম জানেন, বুঝলাম ভালো,
এ সম্পর্কে আমরা বেমানান।
ভালো পাত্র চাইছি আমি-
চাইছি মেয়ের যেথা থাকে সম্মান।

বিলাসিতা ‘পণে’ ঘটল ইতি,
শুধু ‘ভালো পণ’ রইল পড়ে।
ছেলের মেয়ের বিবাহের বন্ধন–
উঠুক সু-সম্পর্কের পণে গড়ে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।