T3 || ঘুড়ি || সংখ্যায় দেবাশীষ মণ্ডল

ঘুড়ি মশাই

এক যে আছে ঘুড়ি মশাই,উড়ছে দেখি গগন পানে।
কেন্দ্র বিন্দু ঐ ধরনী,সরু সুতোয় লাটায় সনে।

কি আনন্দ,কি শান্তি,কি যে এক সুখ সন্ধানে।
মানা নেই , বকা নেই,উড়া শুধু আপন মনে।

উড়তে গিয়েও ক্লান্তি নেই-
খাম খেয়ালের খামতি নেই।
কয়টি খবর,কয়টি কথায়,
কয়েক খানি আলোচনায়।

সব খবর কে পিছনে ফেলে-এই খবরটি শুনতে চাই।
কখন জানি উড়বে মানুষ-উড়ছে যেমন ঘুড়ি মশাই।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।