কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

অদ্ভুত ডিম্ভাত
পেটের জ্বালায় ভাত খুজে সে
ক্ষিদে পেয়েছে তাই।
মোটা,সরু বুঝবে না সে
পেট ভরানো চাই।
মা বলে বাপ!সবুর কররে—
আনবে তোর বাপ চাল।
তাই না শুনে ছেলের হাসি,
আনন্দে ভরে যায় গাল।
আসবে বাবা ,আনবে চাল
সাথে টাকা কিছু আর।
আনবে চাল, ডিম ও আনবে
বলেই হয়েছে বাপ আজ বার।
দেখছে ছেলে আসবে বাবা,
তবে আবার কি।
পেট ভরবে,মন ভরবে
তবে এবার কি!
খানিক বাদে বাবা এলো
দেখল চেয়ে ছেলে।
কান্ধের ঝোঁলা খালি আছে,
মা যে শুধায় —কিছু পেলে?
চুপ করে থাকে বাধ্য বাবা
মুখটা করে ভার।
মা বুঝে, নায় যে কিছু
ফাঁকা ঝোলা যে তার।
চিক চিক করে উঠল যে চোখ,
কান্নায় ভাঙ্গে মন।
বুঝে শিশু, খাবার!
এমন কি এখন।
মায়ের কোলে খেলব খানিক,
ভাতের কি দরকার!
চোখ মুছিয়ে বলবো মা-কে–
পায়নি খিদে আর।
মা কান্দে,বাবা কান্দে আর
কান্দে যে ছেলে।
ঐ খানেতে আদর খাবার
না বা কিছুই পেলে।
বলল ছেলে মা,বাবাকে
বাড়িয়ে দুটি হাত।
তোমরা আছো, চায়না কিছু-
চায়নে গো ডিম্ভাত।।