সাতে পাঁচে কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়

বিজ্ঞাপন ও প্রেম
যে বিজ্ঞাপনে কোনো ফায়দা নেই
সেটা অচিরেই একদিন বন্ধ হয়ে যায়,
বিজ্ঞাপনের যে সু্বিধা আছে
মানুষের সে সুবিধাও নেই।
ফায়দার দুনিয়ায় বেঁচে থাকার লড়াই লড়তে লড়তে
যোগ বিয়োগের অঙ্ক কষতে কষতে
হৃদয়ের সব শব্দ হারিয়ে যায়।
আকাশের কোনায় কোনায়
ফায়দার নির্ভুল ছোবল
ছিন্নভিন্ন করে দিতে চায় পথের নিশানা।
তার মধ্যে ছেঁড়া ছেঁড়া মেঘের মতো প্রেম
উড়ে যায় এদিকে ওদিকে,
কখন কোথায় নেমে এসে
সব দুঃখ ভুলিয়ে দেবে তার ঠিক নেই!