গল্পবাজে দেবাশীষ মণ্ডল

পরিবার
মা, বাবা,ভাই,বোন, দাদু, ঠাকুমা, কাকা, কাকিমা ইত্যাদি নিয়ে নাকি একটা পরিবার হয়। পরিবারের সুখ দুঃখের ভাগ সকলে ভাগাভাগি করে নেয় । খাওয়া, দাওয়া ,হাসি -হুল্লোড় এই সব তো সব পরিবারেই থাকে। এটা ছোট থেকেই টাবলু দেখে আসছে। কিন্তু টাবলুর মাথায় ডুকে না যাদের পরিবার থাকে না তাদের হাঁসি হুল্লোড় কি কিছুই থাকে না। তবে ওরা বাঁচে কি করে ! এমন কি পরবার মতো কাপড় ও পরবার মতন জামা প্যান্ট কিছুই থাকেনা।
তবে কি পরিবারেই সব থাকে , আর যাদের পরবার থাকেনা তাদের পরিবার থাকেনা।কি জানি খুব অবাক লাগে টাবলুর, কিন্তু কি করবে! মাথায় বুদ্ধি খেলে যায় টাবলুর তার পরিবারের সমস্ত পুরনো পরবার মতো বস্ত্র বাইরে বের করে,যাদের এই শীতেও পরবার মতো কিছু নেই তাঁদের দিয়ে দেবে বলে।
টাবলু তাদের ঐ বস্ত্র গুলি দেয়, তারা পরবার মতো কিছু পেল আর আনন্দ করতে লাগল। মুখে যেন হাসি ধরে না।ঐ হাঁসি দেখে টাবলুর মনে হল এটাও যেন তার আর এক পরিবার।