T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় দেবাশীষ মণ্ডল

(এক)
কিছুটা জড়ো করা সময়
কিছু টা অপচয় করা সময়।
হিসেবে কষে ব্যবহার করা হয়েছে।
সময় চলমান , বিরাম নেই।
ব্যস্ত তুমি না;ব্যস্ত তোমার সময়।
তুমি ,আমি, তাহারা সব পুরুষ।
কিন্তু কেউ হিসেব রাখেনা, লোকসান।
সময়ে হিসেব রাখতে হয় সময়ের।
……
(দুই)
নেত্র র কাজ ছবি তোলা
যা কিছু দৃশ্যমান।
মন্দ-ভালোর ধার ধারেনা কোনদিন।
যা কিছু করে মস্তিষ্কে।
খবর পৌছায় পঞ্চ ইন্দ্রিয়ে।
চক্ষু,কর্ণ,জিহ্বা,নাসিকা,ত্বক সজাগ হয়ে
শ্রদ্ধা,সম্ভ্রম,প্রতিবাদ,লালসার নোটিশ হয় নোটিশ বোর্ডে।ঐ বোর্ডের সিক্রেট চাবিকাঠি হল মন।