T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় দেবাশীষ মণ্ডল

অসূর নিধন অস্ত্র
কহেন মহিষাসূর দূর্গা মা গো আমার কথা শুনো।
এিশূল বাদে নব অস্ত্র এবার কিছু শানও।
এিশূল কে কেউ পায়না ভয় পুছেই না কেউ তাকে।
এটায় নাকি জরুরী খবর দেখছি মর্তলোকে।
আমায় ছুটি দাও মা এবার যাবনা তোমার সাথে।
কত মানব অসূর পাবে তোমার নাগাল হাতে।
কাজ চালিয়ে নাও তুমি মা মর্তের অসূর দিয়ে।
আমিই দেখি নকল সেথায়,দেখেছি গতবারেও গিয়ে।
সেথায় আমি বেমানান,ওরা আমায় দেখে হাসে।
মনে মনে বলেন বুঝি বোকারা থাকে এমন বসে।
আমার মতন অসূর নাকি সেরার সেরা যত।
ঐ মর্তেই নিয়েছে জনম রক্ত বীজের মত।
অসূর আমি তবুও মা বলছি করজোড়ে।
নিধন করো অসূর কে সব দিওনা তুমি ছেড়ে।
নইলে মা সামাল দেওয়া ভীষণ হবে কষ্ট।
শেষ করে মা দেবে ওরা, হবে অনাসৃষ্ট।
দূর্গা মা বললেন হেসে-মহিষাসূরের কানে।
ওরা যারা খেলছে খেলা ফল ভুগবে জনে জনে।
নিধন করিব সব অসূর কেই সবুর কর না বেটা।
এই পূজাতেই এিশূল বাদে -হাতে নেব ঝেটা।।