কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

এই পৃথিবীর শান্ত নীড়ে
এই পৃথিবীর শান্ত নীড়ে ,
আর কদিন আছি কে জানে!
ভালোবাসা বাসি ,কান্না আর হাসি,
সুখের সাগর স্নানে।
এই পৃথিবীর শান্ত নীড়ে ,
আর কদিন আছি কে জানে!
আমি তো সামান্য ,দিয়েছ অনন্য,
মায়া মমতা এ জীবনে।
জানিনা কবে ,চলে যেতে হবে,
সব কিছু শান্ত করে।
সুখের বাসা, কান্না ও হাসা
সব কিছু নিয়েছি উজাড় করে।
পাখিদের গান , ফুলের সুবাস ,
প্রজাপতির রং দিলে ভরিয়ে।
তোমায় তো দিইনি কিছুই,
শুধু নিলাম তো প্রান ভরিয়ে।
জানি না কবে চলে যেতে হবে,
সব মায়া ছেড়ে।
জানিনা কবে রইব না আমি,
এই পৃথিবীর শান্ত নীড়ে!