T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় দিশারী মুখোপাধ্যায়
by
·
Published
· Updated
১| তোমার ডাক
তোমার ডাক একদিন তোমার অনুমতি ছাড়াই
যাত্রা করবে আমার দিকে
আমার সাড়া সেদিন , আমি জানবার আগেই
রাস্তার মোড়ে এগিয়ে যাবে সেই ডাককে এগিয়ে নিতে
ডাক আর সাড়া হাত ধরাধরি করে হাঁটবে
যেখানে যেখানে পা ফেলবে
লালগোলাপের পার্কে ভরে উঠবে দুনিয়া
আমরা দুজনেই তখন রাত্রের খুলে রাখা কৃত্রিম দাঁত
লাগিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়ব
আর বৃদ্ধ বয়সের লাঠি খুব তাড়া দেবে –
শিগগিরি যাও, গোলাপের গন্ধ চিনে এসো
জলের ঝাপটা দিয়ে দিয়ে এভাবে
আশাকে বাঁচিয়ে রাখি
২| কবিতা লেখার দিন
কবিতা লেখার দিনগুলো এবার আবার সারিবদ্ধভাবে
আসবে আমার কাছে
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি,- কুয়াশা কেটে গিয়ে
রাস্তা পরিষ্কার হয়ে গেছে
একটা গাছের ডালে এক ঘুঘুদম্পতি
ডানা খুলে খুলে
দুজন দুজনকে ভালোবাসা দেখাচ্ছে , আমি
ওদের প্রেমের ছবিতে
ক্যামেরা ব্যবহার করতে চাই না
ব্যবহার-ক্লিষ্ট পুরনো শব্দ বাক্যগুলোকে
কেচে ধুয়ে রোদে টাঙিয়ে দিই
রঙিন দিনগুলো যখন হৈ হৈ করে আসবে
তাদের প্রত্যেকের কথা লিখে রাখতে হবে
শীতের দিন দীর্ঘস্থায়ী হয় না