কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

দমননীতি
গনতন্ত্রের অধিকার উৎসবের প্রতিদিন–
শোষন শাসন, দূর্নীতির তর্জা কাটে।
রোদে ,অরোদে পুড়ে খেসখেসে অবয়ব,
তবুও সুবোধ বালক খুঁজে।
জমি চোষা রোপন পদ্ধতির
অনবরত কর্মে ব্যস্ত চাষী—
যোগ বিয়োগ গুণ ভাগ
শূন্য হিসেব দশমিক!
হাতে রেখে পাটিগণিত ।
বৃষ্টির কারন অকারনেও করনীয় কর্মে অনড়।
মাটির কথা বুঝে আকাশের কথা শুনে।
সুবোধ বালক হোক “গোপাল”
শোষন শাসন, দূর্নীতিতে ধার্য
কান মলা ।
ভবিষ্যত চিন্তা মগ্নতায়
দন্ডায়মান দেশের দশ দিক-এ জনণন ।
জোর জুলুম নির্যাতন অসহ্য হলেই-
দমন করবেই কীটনাশক প্রয়োগে।