নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৭)

কৌতুক নাটক – কি কেলেঙ্কারি
সপ্তম দৃশ্য – সেলুনের বহির্ভাগ
(নাপিত উচ্চস্বরে চিৎকার করে বলে)
নাপিত।(গানের সুরে)আসুন দাদা,আসুন কাকা,কাটুন কাটুন চুল কাটুন এই সেলুনে আমার।
বুড়ো থেকে যৌবন ফিরিয়ে দেব আবার।আসুন দাদা,আসুন কাকা এই সেলুনে আমার।
নাপিত। (কাঁচি নিয়ে)চলে আসুন আমার এই
দেশী সেলুন’ ইটালি সেলুনে ‘চুল কাটান।বয়স কমান।মাএ দশ টাকায় দাঁড়ি কাটুন দাঁড়িয়ে কাটুন। পঞ্চাশ টাকায় চুল দাঁড়ি কাটুন। ইটালি সেলুনে বসে বসে ঘুমিয়ে, ঘুমিয়ে কাটুন।আরামে কাটুন।কাটুন ও কাটান চুল কাটান দাঁড়ি কাটান।
(স্বপন তোতলা এসে বলে)
স্বপন।ছাটান ! ছাটব। ছাটব। তোমাকেই ছেটে ফেলব। যে খারাপ কাজ করবে তাকেই ছেটে ফেলব। আমরা হলাম ভারত মায়ের সেই সৈন্য দল।যেখানে উতপিড়ীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না।অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণভূমে ভনিবেনা। আমরা …
নাপিত।আরে বাবা আমি চুল কাটার কথা বলছি। এতদিন ঘুরে ঘুরে চুল দাঁড়ি কেটে বেড়াতাম।এখন বসে বসে এই ইটালি সেলুনে চুল কাটিং করি।
স্বপন। ইতা হট হটলি সেলুন!মানে কি এই বাংলায় ইতালি সেলুন। দেশটাকে আবার বিক্রি করে দেবে নাকি।শুনো আমি এর প্রতিবাদ জানাচ্ছি।এই দেশে বিদেশী সেলুন চালানো যাবেনা।এই ইতালি সেলুন বন্ধ করো।বন্ধ করো।
নাপিত।না না এটা ইতালি সেলুন নয়।এটা হল গিয়ে ইটালি সেলুন।মানে ইটের উপর টালি দিয়ে বসিয়ে চলে যে সেলুন।তাই নাম দিয়েছি ইটালি সেলুন।
স্বপন।খুলছে,খুলছে। বুদ্ধি গুলো খুলছে।এই ভাবে প্রতিটি মানুষের শুভবুদ্ধির উদয় হবে। মানুষ নিজের ভালো মন্দ বুঝবে। তবেই তো ভারতের বিকাশ হবে।
স্বনির্ভর হবে প্রতিটি মানুষ এটাই তো আমার স্বপ্ন। চালিয়ে যাও , চালিয়ে যাও।
(বলতে বলতে চলে যায়,)
নাপিত। কিন্তু চলে গেলে চলবে কি করে।এসে তো চুল দাঁড়ি কাটাতে হবে।তবেই তো আমার চলবে।আর এই ইটালি সেলুন জগতের সেরা সেলুন হবে।সেরা সেলুন ইটালি সেলুন। ইটের উপর টালি।তাই হয়েছে ইটালি।
(ফ্রিজ)
ক্রমশ…..