কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

সার্কাস
চারিদিকে সার্কাসের জাল বিছিয়েছে,
দর্শক কে আনন্দ দানের চেষ্টা।
দর্শক, দর্শকাসনে বসে,
হাত তালি দিতে ব্যস্ত।
সার্কাস চলছে মঞ্চ জুড়ে,
লাফা লাফি, ভেলকির খেলা চলছে।
দর্শক টিকিট নিয়ে তাই দেখছে,
ফেরত অযোগ্য ধারায় সম্মতি হয়ে।
প্রতিটি খেলোয়াড় খেল দেখাচ্ছে ,
টিকিটের দামকে উসুল করানোর তাগিদে।
সেচ্ছাসেবক রাও খেলা দেখছে,
সার্কাস শেষ না হওয়া মুহুর্তের অপেক্ষায়।
খেলাটা জালের, পরিকল্পনা মাফিক ,
সুতো গুলো শক্ত মাঞ্জা ধরানো।
রং বেরঙের জামা বদলিয়ে চলে সার্কাস,
সার্কাসের বিরাম নেই, সার্কাস ক্রমশ…!