T3 || লক্ষ্মী এলো ঘরে || বিশেষ সংখ্যায় দেবাশীষ মণ্ডল

সুখের গল্প
যদি……….
ভাত খেতাম জলের মতো ,দুধ খেতাম অম্বলে।
শীতের দিনে ঠান্ডা সেবন,গ্রীষ্ম ঢাকতাম কম্বলে।।
টাকা কড়ি রাখতাম মাঠে ,ফসল থাকতো সিন্দুকে।
ভালো মানুষ খারাপ হতো,ভালো হতো নিন্দুকে।।
দুর্বলের গায়ে জোর ,সবলেরা হতো যদি শান্ত।
চুপ চাপ বসে থাকত মানুষ, ঘুমিয়ে হতো ক্লান্ত।।
দুঃখতে হাসত মানুষ, কান্না কাটি আনন্দতে।
সব কিছুই পাল্টে যেত,মিল হতোনা কিছুতে।।
এমন যদি মানুষ হতো,মান নেই হুশ নেই ।
সোজা যদি উল্টো হতো, পিছু আছে আগা নেই।।
ঘুম পেলে জাগত রাত,দিনে থেকে ঘুমন্ত।
মন থাকতনা মনেতে আর,রাগেও হতো শান্ত।।
এমন যত উল্টো মানুষ, সোজা দেশের জনগণ।
সোজা দেশে উল্টো মানুষ, সদা থাকত জাগরণ।।
এমন এক আজব দেশ ,থাকে যদি সত্য।
অন্ধজনেও দেখতে পেত,হয়ে অন্ধ ভক্ত।।
সব কিছু তালগোল পাকানো যদি হয় শিল্প।
এটাই তবে হতো সুধী, সুখ সন্ধানের গল্প।।