সাতে পাঁচে কবিতায় দেবাশীষ মণ্ডল

মুল্য বৃদ্ধির প্রভাব
চড়চড়ায়ে মূল্য বৃদ্ধি ,
আনাজ-পাতি, জ্বালানি।
কেমন করে চলবে বলো ,
হচ্ছে ভেবে খিঁচুনি।
ডামি ডুমির গায়ে জামা,
ঝকঝকে শপিং মলে।
ছেঁড়া জামা পাচ্ছেনা কেউ,
অভাব নামক শত্রু বলে।
বলি শোন অভাব তোকে,
হাসছিস কেন আনন্দেতে।
মানুষই যখন সর্বশ্রেষ্ঠ,
কিসের অভাব থাকবে সাথে!
অভাবে হয় স্বভাব নষ্ট,
পূর্ব পুরুষের সত্য বানী।
মুল্য বৃদ্ধি দুরে দাড়াও
নইলে যাবে ফুটানি।