কবিতায় বলরুমে দেবাশীষ মুখোপাধ্যায় by · Published May 3, 2021 · Updated May 3, 2021 বুলা যাবার সময় বলে গেছিলো অপেক্ষা কোরো তারপর…… গাছ নদী আকাশের বয়স বাড়লো পথও বুড়ো হলো অনেকটা কিন্তু সে এলো না আনমনে একা মানুষটা দুঃখ বুনে গেল শুধু এক মুখ দাড়ি ও জটায়….. ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love