গল্পবাজে দেবাশীষ মণ্ডল

ফেরত
মা, বোনেরা, দাদা ভাই আপনারা আজ দিন। আপনারাও যা দেবেন তার বেশি ফেরত পাবেন। এ দেওয়া বিফলে যাবেনা।মাইকে বলতে বলতে একটা গাড়ি রাস্তা দিয়ে চলে যাচ্ছে।
এ দিকে একটা ছোট্ট ছেলে তা শুনে ভাবল,যা দিব- তার বেশি পাব! তবে দিয়েই দি।অমনি ছুঁটে গিয়ে তার সারাদিনের আদায় হওয়া যত খুচরো টাকা দিয়েই দিল।
ছেলে টা না খেয়ে থাকল সারাটাদিন।আর দৃঢ় বিশ্বাস নিয়ে ভাবল নিশ্চয় ঐ গাড়িটা এসে তাকে খাবার দিয়ে যাবে। কিন্তু না গাড়িটা আর এলোনা। রাতে ছেলে টা কলের জল খেয়ে ঘুমিয়ে পড়ল ফুটপাতের দোকানের এক খোলা বারান্দায়।
সকালে যখন ঘুম ভাঙ্গলো,তখন সূর্য উঠে গেছে,দোকানের সামনে খুব ভিড়।তার মধ্যে থেকে এক ভদ্রলোক বেরিয়ে এসে বললেন-” চল টাবলু বাড়ি চল”।
ছোট্ট ছেলে টা বুঝলনা কে ঐ ভদ্রলোক।শুধু বুঝল কাল যে দিয়েছিলাম, তাই বুঝি ঐ গাড়িটা আজ এত বেশি ফেরত দিল ।