সাতে পাঁচে কবিতায় দেবাশীষ মণ্ডল

সত্য বেঁচে থাকবেই

ঘুম থেকে উঠছে শিশু…
ক্রন্দন করছে পেটের খিদেয় ।
একটু খানি মাতৃদুগ্ধ পান করে আবার বুঝি
ঘুমিয়ে পড়বে…………

‘মা’ ঘুম পাড়ানি গান গাইবে …
স্তন ঢাকবে পর্দার আড়ালে।
শিশু ঘুমিয়ে গেছে যে।

ঘুম!!!
কি দারুন উপলব্ধি মৃত্যু হয়, কিন্তু মরেনা!
‘মৃত্যু’ …!সে তো ঘুমের না ফেরা দেশ।

সত্য ঘুমিয়ে থাকতে ভালো বাসে—-
সে যে ক্লান্ত ! সহস্র মিথ্যা যে তাকে দুর্বল
করে দিয়েছে অবসন্ন করেছে দেহটা।

মৃত্যুও তো সত্য !

আর সত্য শেষ হবার নয়।
জেগে উঠবে এক দিন–
ভোরের আলোয় প্রভাতীর অরুণোদয়ে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।