|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় দেবাশীষ মণ্ডল

এমন ছেলে
এই ছেলে,জামা কইরে
উদোম কেন গায়ে?
জা-মা————-
ও টো তো
আছে ,বনুর গায়ে।
আজ না পূজো!
বুঝল সবই ‘মা’ যে সবার,
ভাসলো নয়ন জলে।
ভাবল ছেলে কান্দছে কেন,
কেন ভিজছে দু’চোখ জলে!
তবে কি—
তার বেটাটার হয়নি জামা,
এমন পূজোর দিনে——!
খুচরো সব ত রাখায় আছে
তবে আমি, দিব না হয় কিনে—
ভাঙবো ভাড়টা,
ভাঙবো পুরনো সে ঘটি।
ছেলে হয়ে যায় কি দেখা,
‘মা’ এর কান্নাকাটি।
জলে চোখ ভরলো যে ‘মা’র
বুকটা উঠল দুলে—–
‘মা’ হয়ে যে ধণ্য হ’ল,
পেয়ে এমন ছেলে।।