ক্যাফে কাব্যে দেবাশীষ মুখোপাধ্যায়

শুধু স্বপ্ন দেখা জীবনের
কথারা ক্লান্ত হলে থমকে দাঁড়ায়
নীরবতার সাজে
অন্ধকার গুহার ভেতরে জোনাকি জ্বললে
আলোর কাঁপন জাগে
চোখের নিচে জমে থাকা অভিমান
কখন মিশরের মমি হয়ে যায়
শান্তির শয়ানে তার অভিঘাত
প্রতীক্ষা আবার নতুন কোন চাঁদের
বর্ণমালার বৃত্তে নতুন ধ্বনির অভিষেক
হয়তো নতুন রূপকথার গল্প বলতে
বয়ে চলা পুণ্যতোয়ায় সবুজ শ্যাওলা ভাসে না
একঝাঁক রঙ-বেরঙের প্রজাপতি ওড়ে বাতাসে
আলপনার মানচিত্রে বাঘ সিংহরা সব প্রাণহীন
আবেগ শুধু সেখানে গর্জনে থাকে
ঝরা শিউলির বুকের মাঝে ফেলে আসা অতীত
শুধু স্বপ্ন দেখে রামধনু জীবনের।