|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় দেবাশীষ মণ্ডল

ফল
আজ মাধ্যমিকের ফল প্রকাশ।
অয়ন ক্লাসরুমে গিয়ে প্রিয় শিক্ষক সমরেশ বাবুর হাত থেকে মাধ্যমিকের নম্বর তালিকা নিয়ে দেখে। এ ফলতো তার আয়ত্যের বাইরে।কখনই এমন ফল তার হতোনা।শুধু একবার নম্বর তালিকাটিকে প্রণাম করে আর করোনা মহামারিকে বলে অশেষ তোমার মহিমা!না অয়ন এই ফলে খুশি হয়নি।কারন পরিক্ষা না দিয়ে যে ফল তার কিবা গুরুত্ব থাকবে ভবিষ্যতে!এই প্রশ্ন সব অয়নদের মনে আশঙ্কার বাসা বান্ধে।অয়নরা চায়নি পরিক্ষা না দিয়ে এমন ফল।এ যেন তাদের কাছে বড় বেমানান,বড় আলসেমির।অয়ন ভালো ছেলে পড়াশুনাটা ভালোয় করে।
নম্বর তালিকা নিয়ে অয়ন গুটি গুটি বাড়ির দিকে পা বাড়ায়।বাবার ফোন আসে রিং বাজে, ব্যর্থ কল হয়।অয়ন কল ধরে বলতে পারেনা” আমি ফল ভালো করেছি বাবা”।বলতে পারেনি 99 পার্সেন্ট মার্কশের কথা।অয়ন একবার মাকে কল করে বললো”বাড়ি যাচ্ছি মা”বাবাকে বলো।বোন কে বলো ওর জন্য চকলেট নিয়ে যাবো।একটু মিষ্টিমুখ করাতে হবেনা!ফোন কাটে অয়ন আর মনে মনে ভাবে,এ ফল,সত্যি কি ফল, নাকি বিফল!অয়ন বাড়ি ফেরার আগে ফলবাজারে গিয়ে একটু ফল কিনে।টাট্কা, তাজা,সতেজ ফল।
নমস্কার