|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় দিলীপ কুমার ঘোষ
by
·
Published
· Updated
রেস্টুরেন্ট
পর্ণা আসতে চায়নি। সন্দীপেরও যে বড় একটা এখানে ঢুকতে ইচ্ছা করছিল, তা নয়। ঢুকে সমস্যায় পড়ে গেল দু’জনেই। এখানে আগে অনেকবার এলেও দু’জনের কেউ-ই কখনও খাবার অর্ডার করেনি। খাবার নিয়ে মাথাও ঘামায়নি। খাওয়ার থেকে পাশের মানুষটিতে বেশি মনোযোগ দিয়েছে।
কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। তাদের একজনকে-ই জানাতে হবে কোন খাদ্যরস আস্বাদনের জন্য এই আগমন। তাতে রসনা পরিতৃপ্তি না হোক, পেটটা অন্তত ভরবে।
আগে যে খিদে নিয়ে তারা এখানে এসেছে আজকের জঠরজ্বালার সঙ্গে তার কোনও তুলনাই হয় না। সেদিন যা ছিল গৌণ, বিলাসিতা, তা যে আজ এমন কঠোর বাস্তব হয়ে দাঁড়াবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কিন্তু তা বলা ছিল না।
অর্ডার নেবে বলে এসে দাঁড়িয়েছে বেয়ারা। সন্দীপ তাকায় পর্ণার দিকে। পর্ণা চোখ তোলে সন্দীপের মুখে। বেয়ারা অপেক্ষায় চোখ মেলে লক্ষ করতে থাকে দু’টিকে।
আচমকা উঠে দাঁড়ায় পর্ণা। সিট ছেড়ে তাকে অনুসরণ করে সন্দীপ। বাইরে বেরিয়ে রাস্তার উল্টোদিকে পাইস হোটেলের দিকে লক্ষ্য স্থির করে তারা। একই সাথে তিনটি দীর্ঘশ্বাস পড়ে। দু’টি দু’জনের আর তৃতীয়টি…