আজকের খেলাঃ ডুরান্ড কাপের সেমিফাইনাল

ইস্টবেঙ্গল বনাম গোকুলম এফ সি আজ
২১ আগস্ট, ‘১৯ বুধবার বিকেল তিনটেয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিপক্ষে ডুরান্ড সেমিফাইনালে নামছে গোকুলম এফ সি। খেলাটি স্টার স্পোর্টস দেখা যাবে সরাসরি। আর মাত্র দুটো ম্যাচ এই দুটো ম্যাচ জিতলেই মুরসুমের প্রথম ট্রফি ঘরে তুলবে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে এবারেও হার বা জিত নিয়ে ভাবতেই নারাজ ইস্টবেঙ্গলের স্পেনীয় কোচ আলেসান্দ্রা। তার ফিলজফিটাই একেবারে অন্যরকম।বিপক্ষের টিম ইস্টবেঙ্গলের ডিফেন্ডারদের বিরুদ্ধে যতই হুঙ্কার তুলুন, আলেসান্দ্রো মেনেন্দেস তাতে কিন্তু মোটেই পাত্তা দিচ্ছে না। তার গুটি সাজানো রয়েছে। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত প্রথম সেমিফাইনালে তিনি জয় নিশ্চিত করতে চাইছেন ঠিক তেমনই জয়ের খোঁজে রয়েছেন গোকুলা এফ সি-র কোচ যাঁর জন্ম আর্জেন্টিনায় হলেও গত ১৬বছর বার্সেলোনার বাসিন্দা ফের্নান্ডো সান্তিয়াগো বারেলা। তিনি এই ম্যাচ নিয়ে রীতিমতো চিন্তায়।দেখা যাক ফাইনালে কারা খেলবে তা আজই ঠিক হয়ে যাবে। তবে,বিশেষজ্ঞদের মতে পাল্লাভারি ইস্টবেঙ্গলের দিকেই। লাল হলুদ ব্রিগেডের দিকে তাকিয়ে বাংলার ক্রীড়াপ্রেমীরা।