ভাবি তোমার মুখের ওপর বাদামি জরুলের কথা
ভাবি সকালের রোদের উজ্জ্বলতার কথা
ভাবি তোমার প্রিয় গীতবিতানের কথা
ভাবি তোমার মেঘের মতো কুন্তল রাশির কথা
ভাবি তোমার চুলে শোভা বর্ধ্ক সোনালী
ক্লিপের কথা।
ভাবি তোমার প্রিয় বই শেষের কবিতা
ভাবি কখন তুমি উদাসিন হয়ে দেখ চাঁদ
ভাবি কখন তোমার হাসি মুক্ত হয়ে ওঠে
ভাবি কখন তোমার চোখে নেমে আসে বিষন্নতা
ভাবি মুঘের ঘোরে দেখা তোমার স্বপ্নের কথা
তুমি বললে, ‘তুমি কি দেবে আমায়?
আমি বললাম, তোমায় দেবো গীতবিতান
চে গুয়েভারার ডায়েরী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস
বুদ্ধের অহিংস চোখ, লালন ফকিরের গান।
আর কি চাও তুমি?
তুমি বললে, তুমি তো দিলে বেঁচে থাকার অমৃত।