এমন কান্ড কেউ করে?
কার কথা বলছেন?
পলাশের কথা বলছি।
পলাশ আবার কি করলো?
কেন আপনি কিছু জানেন না?
নাতো!
একটা বোকা ছেলে বুঝলেন।
পলাশ বোকা ছেলে?
নয় তো কি?না হলে কেউ এমন কান্ড করে?
কি করেছে সেটা তো বলবেন?
কি আর বলবো আমি এতো দিন জানতাম ছেলেটা চালাক চতুর।
পলাশ চালাক চতুর বটে বুদ্ধিমান ও বটে।
বুদ্ধিমান!কি যে বলেন আপনি!
বুদ্ধিমান না হলে পার্টিকে ধরে চাকরি বাড়াতে পারে?
তাও আবার সরকারি চাকরি। কলেজের পিয়নের চাকরি।
তা অবশ্য ঠিক বলেছেন।পাটিতো অনেকেই করে কজন চাকরি পেয়েছে?
তা হলে আপনি বলুন।
তবে আমার কি মনে হয় জানেন ধীরেনবাবু?
কি মনে হয় আপনার রবীনবাবু?
পাটি ওকে দয়া করে চাকরি দিয়েছে।ওর বুদ্ধির কোন ভূমিকা নেই।
পাটি দয়া করেছে বলছেন?কি রকম দয়া?
হঠাৎ পলাশের বাবা মারা গেল স্ট্রোকে।সংসারে ছোট ছোট ভাই-বোন। বিয়ের উপযুক্ত একটি দিদি।পাটি যদি তখন চাকরি না দিতো সংসারটা ভেসে যেত।
পাটিতে এমন অনেক দুঃস্থ পরিবার রয়েছে।পাটি কজনকে চাকরি দিয়েছে?
পাটির নেতাদের মনে সিমপ্যাথি গড়ে তোলা বুদ্ধিমানের কাজ।সবাই পারে না বুঝলেন ধীরেনবাবু?
আপনার কথা মানলাম রবীনবাবু।
কিন্তু সেই বুদ্ধিমান ছেলে এটা কি করলো?
কি করেছে সেটা তো বলবেন?
আজ সকালে সুইসাইড করেছে পলাশ।
বলেন কি?কি হয়েছিল?
বৌয়ের স়ংগে ঝগড়া। আচ্ছা বলুন তো কোন ফ্যামিলিতে বৌয়ের স়ংগে স্বামীর ঝগড়া হয় না?তা বলে এই সহজ পথটা বেছে নেবে?
ধীরেনবাবু আত্মহত্যাটাকে আপনি সহজ পথ ভেবে নিলেন?
তা নয় তো কি।ছুটে গেল স্টেশনে। গাড়ির সামনে ঝাঁপ দিলো।
আপনি জানেন না আত্মহত্যা করার জন্য নিজের স়ংগে নিজেকে কত যুদ্ধ করতে হয়।
যুদ্ধ!এখানে আবার কিসের যুদ্ধ বারীনবাবু।
আপনি তাহলে কিছুই জানেন না ধীরেনবাবু
আপনি জানেন বুঝি।
জানি মানে।দশ বছর ধরে চেষ্টা করে আজো পারলাম না।
আপনি দশ বছর।আমি কুড়ি বছর।এখানো পারলাম না।