কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

পরিচিত
যদি তোমার ঠোঁট স্পর্শে এই সন্ধ্যায় কৃত্রিম আলোয় পাওয়া
তবে সেটা এই বুকে ব্যথা
তোমাকে একটা নীল শাড়ী, লাল টিপ আর কালো কাজলে
বেশ একটা আলোর মতোন লাগে
ঠিক তখন যেন ভোরের প্রথম কিরণের সাথে
আমার সতেজ সকাল
অনেকটা সময় দাঁড়িয়ে তোমার অপেক্ষায়
প্রিয়তমা এই শহরে হাজারো কবিতারা জন্মায়
আবার কিছু কিছু মরে যায়
কিন্তু স্মৃতি রাখা কিছু রঙিন ছবি যেন ছবিঘর
আস্ত একটা জীবন আমি দেখতে পাই
একটা বিশাল ফুলবাগানে যদি সভ্যতা লুকোনো হয়
সেই সভ্যতার ভেতর বের হয় চিৎকার
আমি ঠিকই বুঝতে পারি মনে মনে
সেই চিৎকারে কোনো অভিমান নেই, নেই রাগ
আছে আকুতি
বাঁচার ভেতরে যদি সত্যি বাঁচা যায়
যদি তোমার শরীরে গন্ধে এই মুহূর্তে আমার নেশা হয়
সেটা কোনো পাপ নয়, পরিচয়
পরিচিতরা জানে তুমি ঠিক মোনালিসা ছবি
কোন উপস্থিতি যাপনের পরিচয়ে
কিন্তু আমি চিনি তোমাকে
আর জানি কবির যন্ত্রনা কিভাবে পাথর খোদাই করে হয়