কবিতায় পদ্মা-যমুনা তে দীপায়ন হোসেন

নতুন বছর
যদি বর্ণ, শব্দে লিখতে হয়
তবে তোমাকে লিখবো প্রিয়তমা ভালো থেকো
কিন্তুু যদি এখন লিখতে হয়
তবে লিখবো ধর্ষিত মেয়েটার যৌনি কিভাবে ক্ষত বিক্ষত মুখোশের আড়ালে
আপনারা নাকে রুমাল দেবেন না
চামড়া পুড়ছে জানি
কিন্তুু এসব যে সভ্যতা পোড়ার গল্প
যদি বর্ণ, শব্দে লিখতে হয় তবে নিশ্চয়
তোমাকে ভেবে লিখবো আগামী বছরের স্বপ্নের চোখ
কিন্তুু যদি এখন লিখতে হয়
তবে অবশ্যই রাষ্ট্রসরকারকে লিখবো চিঠি
যাতে লেখা থাকবে দেশের বায়ুমন্ডলে ক্ষমতা শক্তি এবং পেশী শক্তি সত্যি কি জরুরী
নাকি জরুরী দূষিত সভ্যতার ক্ষতে মলম লাগানো
জানি নতুন বছরে এসব কথা ভালো লাগে না
কিন্তুু এসব যে সভ্যতা পোড়ার গল্প
যদি সাহিত্যিকদের মতো বলতে হয়
তবে অবশ্যই মানুষ বলবো, বলবো এখন, বলবো শান্তি
তারপর যদি অবশিষ্ট থাকে
তখন না হয় কোনো বিকেলে তোমাকে লিখবো প্রিয়তমা
জানি আজ নতুন বছর শুরু
কিন্তুু কতজন জানতে চায় এই মূল্যবৃদ্ধির বাজারে অর্কপ্রভ’র কাজ নেই
মা দাঁড়িয়ে থাকে নিয়ম করে খাবার জোগাতে
ওঠানে বসে বৃদ্ধ আজও জলে টলমল চোখে তাকায়
আমার বন্ধু আজও ভুলতে পারে নি তার প্রথম প্রেমিকা
আপনারাই বলুন এগুলো বলার কথা
তার থেকে ভালো নতুন বছরে আপনারা সপরিবারে লাঞ্চে কিংবা ডিনারে যান
কোনো কবিতার মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে আবৃত্তি করুন বিজ্ঞাপনের রেসিপি
সেজেগুজে শেয়ার করুন আপনার দিনটা
কিংবা কোনোকিছুই যদি না হয়
তবে একটা চুমু দিন আপনার প্রিয়তমাকে
কারণ আপনিও আমার মতো জানেন
সভ্যতা পুড়ে গেলে আপনার কিছু যায় আসবে না
কারণ যারা পুড়ছে যন্ত্রনাটা তাদের
আপনার কি আসে যায় তাতে?
আপনি তারচেয়ে নতুন বছর উৎসব পালন করুন।