মার্গে অনন্য সম্মান দীপান্বিতা হাজরা (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৯
বিষয় – বুদ্ধপূর্ণিমা/ শান্তির বার্তা/ মৌলিক অধিকার
কৃষ্ণা
আজো একবার পূর্ণিমার চাঁদ নেমে এলো মাটির উপর
দিকে দিকে ছড়িয়ে গেল প্রজ্ঞাপারমিতা শিখা।
লুম্বিনী নগরী হল আলোকিত।
সেদিন ও বুঝি এমন তরো মৃদুমন্দ বাতাস বয়েছিল
বাতাস ফুলের সুরভি ছড়িয়ে দিকে দিকে ঘোষণা করেছিল
কপিলাবস্তুর ভাবী রাজাধিরাজের আগমন কথা।
কৌন্ডিন্য বাণী বহন করে সুনিবিড় শান্তি বীজ বপন করেছিলে তুমি স্থলে জলে ভূমন্ডলে।
তখন তুমি যুবা ,নগর ভ্রমণকালে হঠাৎ দেখে মুগ্ধ হয়েছিলাম রাজন।
ফুলে ফুলে নিজেকে সাজিয়ে কত সুমধুর সংগীত করেছি রচনা।
শুনেও শোনোনি। সকল মায়া হেলায় ফেলে নিবৃত্তির পথে হেঁটে গেছ বোধিসত্ত্ব।
তোমার ইতিহাসে থেকে যাবে সুজাতা,ক্ষেমা, চন্দ্রা , আম্রপালি
কত শত ভিক্ষুণী, শরণাগতা।
আমি ভিক্ষুণী নই, শরণাগতাও নই,আমি কৃষ্ণা।
আজীবন মুগ্ধতা বয়ে বেড়িয়েছি সেই বসন্ত সন্ধ্যা ক্ষণের।