T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দেবারতি গুহ সামন্ত

মনবন্ধ
এক মুঠো আলো আর এক আকাশ সুখের কাড়িকুড়ি,
নক্সা কাটা বেডকভারটায় আঁধার রাতের লুকোচুরি।
কাতলা মাছের পাতলা ঝোলে,
ডুব দিয়েছে মন,
চিংড়িতে এ্যালার্জি,তবুও তার প্রতি অমোঘ আকর্ষণ।
বেডরুমের কোনের তাকটায় সাজানো লাল লিপস্টিক,
কতদিন হয়নি ছুঁয়ে দেখা,ফিলিং হোমসিক।
বিদেশী আদবকায়দা,হাই হিলের খটখটানি,
আর এক ধাপ প্রোমোশন,ফিসফিস কানাকানি।
এক চামচ হাসির সিরাপে মন কি আর ভরে?
একটু আদর,অল্প ভালোবাসায়,শুকনো চোখেও কান্না ঝরে।
মায়া,মমতা,সিমপ্যাথির কাঙালী মন আজ অপেক্ষারত,
কবে আসবে ঘরে যাওয়ার ডাক,কবে ভরবে লাল হার্টটার গভীর ক্ষত!