কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত
দুলতে দুলতে
দোলনায় দুলতে দুলতে দেখছিলাম,
আদুর গায়ে তাকিয়ে আছে ছেলেটা,
চোখে গালে লেগে আছে দারিদ্র্য,
শুকনো ফাঁটা ঠোঁটে রক্ত।
দোলনায় দুলতে দুলতেই দেখি,
একটা মুরুব্বী গোছের লোক এসে,
ঠাস করে চড় মারল ছেলেটার গালে,
কেঁদে উঠলো খিদে।
আমার মনটা যখন হুহু করে উঠল,
পা তখন আকাশ ছুঁইছুঁই,
উঁচু থেকেই দেখলাম মাটি মাটি ছেলেটাকে,
আপনমনে শিষ দিয়ে চলেছে।