T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন দেবারতি গুহ সামন্ত

বসন্তের জাদুঘর
প্রেমিক বসন্ত
কেন জানি না,
পারছেনা এবার
ছুঁতে মন আমার।
অনবরত টিক টিক
ঘুরছে ঘরির কাঁটা,
খুশি তবু জাগছে না
বসন্তের আগমনে।
আমি কি তবে ডিপ্রেশনে?
কে দেবে এর উত্তর?
জানালায় বসা কোকিলের
উচ্ছ্বসিত কুহুতান।
আম্রমুকুলের ছড়ানো সুগন্ধে
যখন নাচে দখিন হাওয়া,
আমি স্বপ্ন দেখি
আগুনরঙা পলাশের।
ইচ্ছে করে পালিয়ে যেতে
যেখানে আমি নিজেই অচেনা,
বসন্ত কি আসবে সেখানে
আমায় আমন্ত্রণ দিতে?
রঙে রঙে রামধনুতে
ফুটিয়ে তুলি আমি,
কত না বলা গল্প
কত জন্মের অপূর্ণ সাধ।
বসন্তের কি এতো ক্ষমতা?
মনের আবেগ রাঙায় কৃষ্ণচূড়ায়?
আচ্ছা,বসন্তের কথা বলতে গিয়ে,
একটু হলেও ডিপ্রেশন কি কম!