কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

ঈশবিষ
বিষফল খেয়ে মেটেনি আঁশ,
সারা শরীরে গরল ছড়াতে না ছড়াতে,
স্লিপিং পিলসের অট্টহাস্য কানের পর্দায়,
নির্ঘুম চোখে নেমে এলো ঘুম।
সাদা চিরকুটটায় এক দু লাইন,
কার উদ্দেশ্যে,কে জানে!
পালিয়ে বাঁচা,বাঁচতে চেয়ে পালানো,
বিষফলের কেমিক্যাল রিএকশন,
শোনা যাচ্ছে নদী ভাঙ্গার শব্দ,
প্লিজ,জাজমেন্টাল হোয়ো না।