কবিতায় দেবারতি গুহ সামন্ত

অশান্ত মন,গর্জাচ্ছে কলম
গর্জে উঠছে কলম,গর্জে উঠছে আকাশ,
প্রতিবাদের ভাষায় মুখরিত দিগ্বিদিক,
লিখছি আমিও,তবু শান্তি পাচ্ছি কই?
বলা ভালো,থামছে না কলম!
পথ হাঁটা ওই মোমবাতির ভীড়ে,
লুকিয়ে আছে তিলোত্তমা,
হাসি মাখা ওই করুণ মুখে,
ঘনিয়ে আছে বিষাদের ছায়া।
সবার সাথে দখল নেব রাত,
বিচার হবেই এ অন্যায়ের,
মনে শুধু প্রশ্ন একটাই,
ভবিষ্যতে আর কেউ হবে না তো তিলোত্তমা?