কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

জলাঙ্গার
জানতে হলে দেখতে হবে
এক অপার্থিব কাহিনী,
হলদে ডানার বৃষ্টি ফোঁটায়
অঙ্কুরিত এক আত্মাভিমানিনী।
সে ছিল সবার থেকে আলাদা
এক জ্বলন্ত অঙ্গার,
সবুজ ঘাসের গালিচায়
রচনা করেছিল দুর্ভেদ্য কারাগার।
তৃষ্ণার্ত পথ ভোলা এক পথিক
জল খুঁজে মরে কারাগারে,
অঙ্গার পথিককে ভালোবেসে পরিণত হয় জলে
তারপর পথিক ও আত্মাভিমানিনী
হারিয়ে যায় উপসংহারে।