কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

কে ডাকে ওই
চোখটা বুজে আসছে,কানটা সজাগ।
নিদ্রাদেবীর আরাধনায় মত্ত,
আয় ঘুম আয় ঘুম।
প্রশ্ন নেই,তবু খুঁজছি উত্তর,
খাঁজকাটা পাহাড়ী ঝর্নায়।
স্বপ্নে পাব কি পাব না উত্তর,
তার আগেই উড়ে যাব দক্ষিণের বারান্দায়।
আকাশে ভাসছি এখন,
মুক্ত বিহঙ্গম,
মানি না বিধি নিষেধ।
মা ডাকছে,ওঠ ওঠ ওঠ,
ওই সকাল হল।