T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় দেবারতি গুহ সামন্ত

১| না জানাই ভালো
কখনো জানতে চেও না,
মজা নদীটায় জলের গন্ধ কেন?
ছাপা শাড়িটায় হলুদের মেহেন্দী কেন?
শুকনো ফুলদানিতে আসন্ন মৃত্যুর সুবাস কেন?
কখনো জানতে চেও না,
অসমাপ্ত প্রেমে ভাঙনের শব্দ কেন?
পুরনো ডায়েরির পাতায় রক্তাভ শিরা কেন?
শূণ্য সিঁথিতে বেরঙিনের হাহাকার কেন?
কখনো জানতে চেও না,
ঘরের কোনায় লুকানো ইতিহাসের কান্না ঝরে কেন?
বিস্বাদ মুখ প্রিয়জনের কথা মনে পড়িয়ে দেয় কেন?
মারন রোগাক্রান্তের নতুন সকাল দেখবার সাধ হয় কেন?
২| টরেটক্কা
জেরক্স মেশিনে ছাপার চেষ্টায় ছিলাম,
আমার মগজ,ধোলাই এর পর আরো খোলতাই।
শারীরিক ক্লান্তিকে দূরে ঠেলে,
একটু একটু করে ফ্ল্যাসব্যকে দেখছিলাম ছায়াছবি।
শৈশব থেকে কৈশোর থেকে যৌবন,
চলন্ত গতি,
এখন মধ্যগগন,চাহিদার ওঠানামা।
স্ট্রেসের গ্রাফ ক্রমশ উর্ধ্বে,বুকে জমছে স্নেহ,
আটকাচ্ছে রক্তনালীর স্বাভাবিক গতি,মনটা শালিখ পাখি।
কোথাও আমার ক্লোন অপেক্ষারত,আমারই জন্যে,
কবে হবে সাক্ষাৎকার,জানেন ওই ক্রুশবিদ্ধ ভদ্রলোক।
সাহেব এখন ইস্কাবনের বিবির সাথে খেলা করছে,পাহারায় গোলাম,
তাসের ঘর তৈরীতে ব্যস্ত আমার ক্লোন,আমার আশ্রয় মায়ের কোল।