ভ্যালেন্টাইনস স্পেশাল এ দেবারতি গুহ সামন্ত

দিবসের প্রেম
রঙ রূপ রং রুটে চলে যাচ্ছে,
ইংরেজি ঢঙে প্রেম দিবস আজ ভ্যালেন্টাইন।
লাল বেলুন,টেডি,চকোলেট,
প্রমিস,হাগ,কিসের মোড়কে মোড়ানো।
গোলাপজলে ভাসছে লজ্জার আভা,
গোধূলি আলোয় চোখে চোখে কত কথা।
ভালোবাসার রঙ তখনো ছিল লাল,
কিন্তু ছিল না কোন প্রেম দিবস।
চিঠি,টেলিগ্রামে প্রিয় মানুষের উষ্ণতার গন্ধ,
শাড়ির খসখসে,নূপুরের রিনরিনে ধ্বনিতে,
ভালোবেসে তাকানোয় প্রেমিক মনের পূর্ণতা,
তখন কোথায় ছিলে তুমি,প্রেমদিবস??