কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

রেইনকোট
সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি,
আকাশে ঘন কালো মেঘের আনাগোনা,
বাড়ির সামনে এক হাঁটু জলে,
ভাসাচ্ছিলাম ছোট ছোট কাগজের নৌকা।
হঠাৎ দেখি,উলোঝুলো একটা বাচ্চা ছেলে,
দূর থেকেও গোনা যায় পাঁজরের হাড়গোড়,
খুব ঘ্যানঘ্যান করে বিরক্ত করছে,
ছেঁড়া ময়লা কাপড় পড়া ভিখারিনী মাকে।
ওর নাকি বায়না,চাই একটা রেইনকোট,
রঙটা হবে হাল্কা নীল,আঁকা থাকবে ছোটা ভীম,
রেইনকোট পড়ে ও যে ইস্কুলে যাবে,
ভাবুন একবার!খাবার নেই,তায় রেইনকোট!