তোমার ঘন কালো চুলের থেকে গড়িয়ে আসা ফোঁটা ফোঁটা জল,
সিক্ত কপালে ছোট্ট একটা লাল টিপ,
সেই সুগন্ধিটা,যেটা তোমার ছিল খুব প্রিয়,
বেলিফুলের সুবাসে ভরিয়ে দিত মন,
কি করে ভুলে যাই বলতো?
তোমার সুমিষ্ট গলায় গান,
ঝরনার মত কলকলিয়ে উঠতে হাসিতে,
রাগের মধ্যেই লুকানো থাকত অনুরাগ,
আর অসাধারণ হাতের রান্না,
কি করে ভুলে যাই বলতো?
বিধাতার যে সইলো না তর,
তাইতো তোমায় ডেকে নিল তাঁর কাছে,
হারিয়ে যাওনি তুমি,ওগো প্রিয়তমা,
রয়েছ আমার হৃদয়ের সিংহাসনে,
ভুলে যেতে পারিনি তোমায় আজো।
২| দুঃখীদোল
লাল নীল আবিরের মাঝে হালকা প্রেমের ছোঁয়া,
ছড়ানো গুলালের মিষ্টি আদরে বইছে দখিন হাওয়া।