কবিতায় দেবারতি গুহ সামন্ত

অদৃশ্য ছায়া
ভারসাম্য রক্ষার খাতিরে,
একদিকে কম,আর একদিকে বেশী,
দুপক্ষেই চলে সমানতালে লড়াই,
লঙ্ঘিত হয় স্পর্ধার সীমানা।
পালকের ওপর ভেসে বেড়ানো জলবিন্দু,
যখন খবর পায় হারজিতের,
ঝরঝরিয়ে ঝরে পড়ে অশ্রুকনায়,
একজনের খুশীতে,আর অন্যজনের দুঃখে।
তবুও থামে না লড়াই,
জেতার নেশায় মত্ত ওরা ভুলে যায়,
মাঝখানে দাঁড়িয়ে অদৃশ্য ছায়া,
যার আশ্রয়স্থল দুজনের সন্ধিতে।।