ক্যাফে কাব্যে দেবারতি গুহ সামন্ত

কাটলেটের আউটলেট
মনযমুনার রূপসাগরে ডুবে ডুবে ভাসছিলাম,
হৃদমাঝারের সোনার গৌড়ের স্মৃতিচারণায় মগ্ন।
সম্বিত ফিরতে দেখি একটা সস্তা হোটেলে,
সামনে কাটলেটের প্লেট,পেটে যাওয়ার অপেক্ষায়।
আস্তে করে সরে গেল নীল রঙা পর্দা,
শামুক গতিতে পদার্পন করল আমার মনের মানুষ।
কাটলেটের প্লেটে হাতটা পৌঁছায়নি তখনও,
তার আগেই আমার হৃদয় এফোঁড় ওফোঁড়।
চেয়ারটায় ক্যাচ ক্যাচ শব্দ তুলে বসলেন,আমার মিঃ হ্যান্ডসাম,
সৌজন্যের খাতিরে তার দিকে বাড়িয়ে দিলাম কাটলেটের প্লেট।
উনি আবার স্মিত হেসে ঠেলে দিলেন আমার দিকে,
অবাক কাটলেট তখন ভাবছে,কখন হবে তার পোস্টমর্টেম!