আসতে আসতে যত ভেতরে ঢুকছি, ঠিক ততটা ঘাটছি নিজের মধ্যে দিন দিন । পেঁচাদের চোখ, রাত্রে প্যারানর্মাল সিনেমা, গুরুজীর বাণী, আমার পড়া কিছু ছেঁড়া কবিতা, স্প্লিট পার্সোনালিটি আর দিনরাতের এই ঘূর্ণন।
জ্যান্ত মানুষের মুখে দিনের পর দিন পিন্ড দিয়ে যাচ্ছি..
ওই সব সংকেত গুলো মোটেও বুঝে উঠতে পারছি না। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের খেলা ধরতেই পারছি না, তোমার মৃতদেহকে সঙ্গম করছি দিবারাত্র..
একটা ওয়েভলেন্থ ধরতেই পারছি না.. এই জীবন মরণের সন্ধিক্ষণে একটা ছলছাতুরী আছে। নিশ্চয়ই আছে..
একটা পাসওয়ার্ড একটা লিংকিং প্যাটার্ন একটা ভবিষ্যৎ বর্তমান অতীতের সংযোগ, যেখানে এই মনুষ্য জগৎ তুচ্ছ মাত্র ।
এইসব মাংভাতারীর ঊর্ধ্বে কিছু আছে, কিছু সংযোগ, কিছু ক্যালকুলেশন, সঠিক প্যাটার্ন দিতে হবে, কেমিক্যাল সূত্র উদ্ধার করতে হবে..
আমিই দেবতা, আমিই কাল, আমিই সৃষ্টিকর্তা আর ধ্বংসের শেষ নেতা।