T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় দেবযানী ঘোষাল

একুশে
ভোর শেষে যখন প্রভাত হয়েছিল,
একুশ সেদিন আলো দেখেছিল।
সূর্যোদয়ের ছটায় এক নতুন জন্ম জানান দিয়েছিল
মৌনতা আর লড়াই।
সে যে বাংলা ভাষার নির্বাক প্রতিবাদ!
অভুক্ত থেকে শয়ে শয়ের ক্ষুধার তৃপ্তি মৌন বাংলা ভাষাতেই।
চোখের কোনায় তৃপ্তির হাসি
সেদিনের সে পিতার।
জেনেছিল মানুষ করতে হবে মানুষের মত যখন সে পুত্র সন্তানের পিতা হল।
সেই রেস রয়ে গেছে আজ একান্নর শেষেও।
নিজের কথা না ভেবে
শুধুই পরের কথাই ভেবে।
মাটির মানুষ হয়ে হয়ে
পেয়েছে শুধুই অপবাদ।
সে যে বাংলা ভাষাতেই বাংলা শিখে নত হয়েছে মৌন বাংলা প্রতিবাদ।
ডুকরে কাঁদে স্মৃতিগুলো
ভোর শেষের সকাল।
জন্মদিনটা আর সেভাবে হয়না যেমনটি হত
ছোট আলুর দম, লুচি, পায়েস আর পাঁচ রকমের মিষ্টিতে।
শাঁখ বাজে না প্রদীপ জ্বলে না
মায়ের আদরে আলোতে।
এমনি এমনি জন্মদিন আসে
মা হারা ছেলেটার।
আছে শুধুই স্নেহাশিষ
তাই লড়াকু মুখর সজীব সে মন।
এমনি করেই এগিয়ে চলুক
আরও একুশ শতক ক্ষণ।