কবিতায় দেবযানী ঘোষাল

সমাধান চাই
ঘুমটা জমিয়ে রাখি নিঝুম রাতে ঘুমাবো বলে।
ঘুমটা ভেঙে যায় সময়ের অনেক আগেই।
স্লিপিং পিলের হাই ডোজও আজ ক্লান্ত।
সুবিধাবাদি, ধান্দাবাজ শব্দগুলো নিয়ে জাবর কাটে মন।
সত্যিই কি তাই আমি?
নাহ আজ আর কবিতার কাব্য আমায় আর ভেজায় না।
নিরব নিরুত্তরের কাছে নির্বাক আমি ভাবি,
কেন কাউকে এসব বলতে গেলাম?
নিজের কষ্ট নিজেরই থাক।
জানিতো উত্তর পাব না।
যাকে ভালবাসা যায়, আশ্বাস পাওয়া যায় তাকেও বলে এসব লাভ নেই।
চোখের কোন থেকে একফোটা বড় গর্বের।
ও তো আমারই সাথি।
তাই আলগোছে মুছি তর্জনী দিয়ে।
বেলা বয়ে যায়।
খুঁজে পাই না শব্দগুলোর সমার্থক অথবা এর অন্তর্নিহিত মানে।
সকাল হয়।
আরও একটা সকাল হয়।
নেই নেই করে তাকে বলার ইচ্ছেটাই নেই।
কি হবে বলে?
একলা আমি সমাধানের অপেক্ষায়।