কবিতায় দেবযানী ঘোষাল

মাধবীলতা
স্নিগ্ধ সুবাসে ভরে ওঠে মাধবীলতার জৌলুসে আমাদের বাড়ি।
আমাদের ঐ সামনের কংক্রিটের উঠোনের পাশে পাঁচিলের ধারে নারকেল গাছটা বেয়ে উঠেছেন তিনি।
সন্ধ্যায় যেন আরও মন মাতানো সুবাস।
ফিসফিসিয়ে বলে যেন।
“আমিই তোমার বসন্ত!
আমিই তোমার একমাত্র সুখ!
আমিই তোমার হারানো অতীতের সবটুকু।”
তাই সময় চলে গেলে ঋতুর খেয়ালে ভরে না যখন ঝাঁক ঝাঁক থোকা থোকা ফুলে,
ছেটে দিই ডালপালা ভীষণ অভিমানে।
ডুকরে ওঠে বুকের ভেতরটা।
অনেক কষ্টে জল ধরে রাখি চোখে।
কিছুদিন বাদে
কিছুদিন বাদে
আবার কচি সবুজে ভরে ওঠে।
বেড়ে ওঠে সবজে কচি ডালে।
দখিনা হাওয়ায় দুলে উঠে বলে সে,
“পারবে আমায় ছেড়ে থাকতে?”