কবিতায় দেবযানী ঘোষাল

আকাশযান
কোন এক শূন্য থেকে শুন্যের লক্ষ্যে চলেছো তুমি গন্তব্যে।
বুকে করে সর্বশ্রেষ্ঠ জীব।
মানুষকে বুকে বেঁধে।
কখনো কি ভেবেছো তাদের স্বপ্নগুলো কি?
নাহ কোন দায় নেই তোমার।
তুমি যে যন্ত্রযান!
অথচ তোমার বুকে আগলে থাকা মানুষগুলোর স্বপ্নই যে ঐ নীলাকাশে মুক্তির পথ খোঁজা!
পারবে তুমি পাখির মত পরিযায়ীর দীক্ষামন্ত্র দিতে?
পারবে না।