Fri 19 September 2025
Cluster Coding Blog

T3 ।। কবিতা পার্বণ ।। 26য় কিংকর দাস

maro news
T3 ।। কবিতা পার্বণ ।। 26য় কিংকর দাস

ডাকবাক্স

একটা চিঠির প্রত্যাশায়-- কর্ণেলের প্রতীক্ষায় বছরের পর বছর দাঁড়িয়ে আছে, আমার পাড়ার চার মাথার মোড়ে লাল রঙের লেটার বক্সটা। গাঢ় লাল রং হারিয়ে, ছাল চটে--নেড়ি কুকুরের মত ঝিমুচ্ছে দিনরাত। বুকের ভিতর জমে থাকা চিঠিগুলো টুইট করে উড়ে গেছে কবে ইথার আশমানে আর ফেলে রেখে গেছে কত অক্ষরমালার ছাইভস্ম। আমি অক্ষর-বিভূতি মেখে গাজনের সঙ সেজে জোড়া ডমরু বাজিয়ে চলেছি পাঁজরের ভিতরে। আমি ধ্যানস্থ--সমাধিস্থ--তাই-- খুঁজে পেতে চাই চারুপ্রকাশ, যত অলেখা পত্রাবলী। দমবন্ধ হওয়া এক চিনচিন করা আঁধারে-- প্রতিবেশে অহরহ খুঁজে চলি জীবন-শব্দ। কিন্তু অমানবিক অসুখে -- অসুখের অবক্ষয়ে তাই শত ছিদ্রে ছিন্ন লাল ভাঙা ডাকবাক্সটা। রিসাইকেল বিন থেকে তুলে আনতে চাই জীবন মন্ত্রপূত হারানো যত বাঁচন-লেফাফা। তাই লাল ডাকব্যাগ রিফু করিতেছে নিয়ামত খলিফা।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register