আমাকে ত্যাগ করো হে আগামী যুবক,
সবুজ মাঠের স্কুলে সেই কবেই
ফেলে এসেছি গোলাপী ফ্রক,
নীল পড়ি নামের ভেতরে
আমি এখন আস্ত ফ্যাতাড়ু কাক,
চিলেকোঠায় কোনো ডিম নেই...
কীভাবে দেবো তোমাকে
এক প্রজন্ম ফলন্ত জীবন!
এখন আর গভীর রাতে
সবুজ মাঠে কোনো দেবদূত দেখিনা,
দেখিনা কোনো আশার আলো
হাওয়াই চটির ফটফট শব্দ
ক্রমশ হারিয়ে যাচ্ছে
আলপথ থেকে ঘাসে ঘাসে....
শরীরে জুড়ে ফুটন্ত ধুম জ্বর ,
মা এলেন গভীর ঘুমে...
আমার ভারতবর্ষ
এক প্রকাণ্ড নীল আকাশ...
0 Comments.