শিকড় এখন,...
মাথার ভাঁজ বুনতে থাকে মাকড়সার ভবিষ্যত।
দৌড়ের মাঠে সাজানো গোলাপ... দিন শেষে ছুঁয়ে দেখি জ্বলন্ত কয়লা।
খেলা শেষের বেলায় যখন হাত ভাঁজ ধুসর..
আমি ও শালিক তখন -
পাখা তে ঠোঁট ঘোষে ঘোষে চিঠি লিখি সূর্য কে।
আরেকটা সকাল নিয়ে আসে তাজা মাটি ভিড় করে অজস্র বট।
0 Comments.