Fri 19 September 2025
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

maro news
মার্গে অনন্য সম্মান কুণাল রায় (এডমিন পোস্ট)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার 

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব - ২৭ বিষয় - হিমেল সকাল

স্পর্শ

কুয়াশায় আচ্ছন্ন চারিপাশ, আলতো মেঘের স্পর্শে - আকাশ আজ ঘুমন্ত, তবুও সূর্যের এক- অবিচ্ছিন্ন অভিপ্রায়, উষ্ণতায় সিক্ত করবে এই ভুবন, এই প্রাঙ্গণ! বোধকরি সৃষ্টি হয়- এক ছলনার, এক খেলার- যা মনুষ্য চোখের বাইরে!
সঙ্গে আছে এক শীতল সমীরণ! এক আবরণে আবৃত আমি- এলাম অলিন্দে, আলো আধারের এই খেলায়, আমি শুধুই দর্শক: অনুভূতির স্পর্শ- অমলিন! হাতে ছোট্ট কফির মগ, হালকা ধোঁয়া, ধূসর তার কায়া- স্মৃতিপটে ভেসে ওঠে, তোমার ছায়া! অলীক- তবুও বর্তমান মনে, প্রাণে! মুহূর্তের আবেগ- বুঝিয়েছিল ভুল, করিয়েছিল অপরাধ! অনুতপ্ত আজও আমি! অধিকার লুপ্ত আজ, ভালোবাসা ভুলেছে পথ- হিমেল সকাল অসম্পূর্ণ- আজ জীবনে!
আবেগ অশ্রু মিশ্রিত প্রকৃতিও, তবুও আপন লীলায়ে সে মগ্ন। তুচ্ছ আজ আপন অনুভূতি, তুচ্ছ আজ আপন স্পর্শ, অতীত আজ মহাকালের গর্ভে, সামনে সমুদ্র- জলরাশির উচ্ছাস, স্বপ্নের ন্যায় ভঙ্গুর , নেই কোন সাথী, নেই কোন কাছের মানুষ, অলিন্দে একা আমি আজ!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register